সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৮, ২০২১
০৭:০৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২১
০৭:০৭ পূর্বাহ্ন
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে রবিবার (৭ ফেব্রুয়ারি) এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আব্দুল হাদীর সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আফসর খানের পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল, পল্লী উন্নয়ন সম্পাদক আবদুল জব্বার তুতু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম মখলিছ খান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার ও সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, মহানগর ছাত্রদলের শিক্ষা পাঠ্যক্রম সম্পাদক আমির গাজী প্রমুখ।
বিএ-০২