নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৪:৪৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৫:৫৫ পূর্বাহ্ন
সিলেট জেলা যুবদলের ১৪ টি ইউনিটে আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে সিলেটের সব উপজেলা ও তিনটি পৌর শাখা যুবদলের কমিটি ঘোষণা করা হয়।
সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও সদস্য সচিব মকসুদ আহমদ স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিপ্রাপ্ত ইউনিটগুলো হলো সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, গোলাপগঞ্জ পৌর, বিয়ানীবাজার, বিয়ানীবাজার পৌর, ওসমানীনগর, বিশ্বনাথ, বিশ্বনাথ পৌর, বালাগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, কানাইঘাট পৌর, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার নবগঠিত আহ্ববায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
সিলেট সদর উপজেলায় আবুল হাসনাতকে আহ্বায়ক করে ৪৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অ্যাডভোকেট মামুন আহমেদ রিপনকে গোলাপগঞ্জ উপজেলার আহ্বায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ৪৩ সদস্য বিশিষ্ট কোম্পানীগঞ্জে আহ্বায়ক করা হয়েছে সাজ্জাদ হোসেন দুদুকে। ওসমানীনগরের ৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হয়েছেন ফজল আহমদে জনি। ফেঞ্চুগঞ্জের ৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আব্দুল কাদির জিলাকে।
বালাগঞ্জে ফয়জুল হককে আহ্বায়ক করে ৫০ সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া হয়েছে। বিশ্বনাথের ৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সুরমান খানকে। গোলাপগঞ্জ পৌর যুবদলের ২৩ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে এনামুল হক এনামকে।
৩১ সদস্যের কানাইঘাট পৌর কমিটিতে মো. রুবেল আহমদ আহ্বায়ক করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলায় ৪৭ সদেস্যের কমিটিতে অ্যাডভোকেট শাহজাহানকে আহ্বায়ক হয়েছেন।
জৈন্তাপুর উপজেলায় ৪৩ সদস্যের কমিটিতে আহ্বায়ক হয়েছেন বাহারুল আলম বাহার। ৩১ সদস্যের বিশ্বনাথের পৌর কমিটিতে শাহ আমির উদ্দিন আহ্বায়ক হয়েছেন। বিয়ানীবাজারে ৪৭ সদস্যের কমিটিতে আব্দুল কাদির তাজুলকে আহ্বায়ক ও বিয়ানীবাজার পৌরতে ৩১ সদস্যের কমিটিতে হোসেন আহমদ দুলনকে আহ্বায়ক করা হয়েছে।
কানাইঘাট উপজেলায় ৪৩ সদস্যের কমিটিতে সাজ উদ্দিন সাজুকে আহ্বায়ক এবং ৪১ সদস্যের জকিগঞ্জ উপজেলা যুবদলের কমিটতে আহ্বায়খ হয়েছেন মাসুক আহমেদ।
আরসি-১৩