জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদী মিছিল

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৬:১৬ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৬:১৬ পূর্বাহ্ন



জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদী মিছিল

বেগম খালেদা জিয়ার কারাবরণের তিন বছর পূর্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখা।

সোমবার সকালে সিলেটের আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘দেশ আজ অন্যায়-অপরাধের রাজ্যে পরিণত হয়েছে। লুটেরা আজ অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। মিথ্যা ভিত্তিহীন মামলায় দেশের জনগণ আজ জর্জরিত। খুন, গুম, লুণ্ঠন নিত্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

প্রতিবাদ সভায় বক্তব্য দেন, অ্যাডভোকেট আব্দুল মান্নান চৌধুরী, অ্যাডভোকেট আশুক উদ্দিন আশুক, অ্যাডভোকেট সাদ উদ্দিন চৌদুরী, অ্যাডভোকেট শামীম আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট হাবিুবর রহমান হাবিব, অ্যাডভোকেট মো. আতিকুর রহমান সাবু, অ্যাডভোকেট আক্তার বক্স জাহাঙ্গীর, অ্যাডভোকেট আব্দুল মুকিত জাহাঙ্গীর, অ্যাডভোকেট মহসিন আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মো. এজাজ উদ্দিন, অ্যাডভোকেট জোহরা জেসমিন, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমী, অ্যাডভোকেট কবির আহমদ বাবর, অ্যাডভোকেট মো. খালেদ আহমদ যোবায়ের, অ্যাডভোকেট ইকবাল আহমদ, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, অ্যাডভোকেট জাফর ইকবাল তারেক, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, অ্যাডভোকেট সোহেল মিয়া, অ্যাডভোকেট আব্দুল মুকিত, অ্যাডভোকেট ছমির উদ্দিন, অ্যাডভোকেট আব্দুস শুয়েব আহমদ, অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান, অ্যাডভোকেট আালী হায়দার ফারুক, অ্যাডভোকেট রব নেওয়াজ রানা, অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর, অ্যাডভোকেট খালেদ হোসেন, অ্যাডভোকেট সৈয়দ ইয়াসির আরাফাত, অ্যাডভোকেট আব্দুল্লা আল হেলাল, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট আবু সালেহ চৌদুরী, অ্যাডভোকেট নজুল ইসলাম, অ্যাডভোকেট মজনুর রহমান, অ্যাডভোকেট মো. আলাউদ্দিন, অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান, অ্যাডভোকেট সাজিদুল ইসলাম সজিব, অ্যাডভোকেট ইস্রাফিল আলী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. তানভীর আখতার খান প্রমুখ।

আরসি-০৩