নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৭:০২ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৯, ২০২১
০৭:০৩ পূর্বাহ্ন
প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্মৃতিচিহ্ন হিসেবে সুনামগঞ্জ মেডিকেল কলেজের নামকরণের দাবি জানিয়েছেন, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।
তিনি বলেছেন, ‘বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে সুরঞ্জিত সেনগুপ্তের নাম চিরদিন উজ্জ্বল। তিনি পরলোক গমন করলেও বাংলা এবং বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে তাঁর নাম।’ তিনি বলেন, ‘৭ বার নির্বাচিত এই সাংসদ ভাটিবাংলায় জন্মেছেন, বড় হয়েছেন এই অঞ্চলের কোমল মাটি-কাদায়। তাকে শ্রদ্ধা জানানো আমাদের প্রয়োজন। সুনামগঞ্জে এখন অনেক কিছু হচ্ছে, তাই মেডিকেল কিংবা অন্য গুরুত্বপূর্ণ কোনো স্থাপনার নামকরণ তাঁর নামে হোক।’
সোমবার সন্ধ্যায় নগরের একটি হোটেলের সম্মেলন কক্ষে প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি সুরঞ্জিত বর্মনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ডা. দিলীপ কুমার দাশ চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন, আইনজীবী শামসুল ইসলাম। বক্তব্য দেন বিএমবিএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মনোরঞ্জন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. বশির আহমদ, নগরের ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বেলাল উদ্দিন, চারিকাঠি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাহেল আহমদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইউসুফ সেলু, মামুন চৌধুরী, আতিকুর রহমান রব্বানী, আক্তার হোসেন, ভুলন দাস, ঋতু রঞ্জন দেব, সাদী মো. তায়েফ, মো. শাহ আলম চৌধুরী, মো. শাহেল আহমদ প্রমুখ।
আরসি-১০