নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১০, ২০২১
০১:১৩ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২১
০১:১৫ পূর্বাহ্ন
ফাইল ছবি
করোনার গণটিকা প্রদান কর্মসূচির তৃতীয় দিনে সিলেট নগরের দুই কেন্দ্রে ২ হাজার ৪৯ জন গ্রহণ করেছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।
তিনি জানান, আজ মঙ্গলবার সিলেট নগরে টিকা গ্রহীতার সংখ্যা আগের দিনের তুলনার প্রায় দ্বিগুণ বেড়েছে। মহানগরে তৃতীয় দিনে দুই কেন্দ্রে ২ হাজার ৪৯ জন মানুষ করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছে। যাদের ১ হাজার ৭৭৮ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে ও ২৭১ জন নিয়েছেন সিলেটের বিভাগীয় পুলিশ লাইনস হাসপাতালে। যাদের মধ্যে পুরুষ ১ হাজার ৪০১ জন ও নারী ৬৪৮ জন।
এদিকে গতকাল গণটিকা কর্মসূচির দ্বিতীয় দিন সিলেট নগরে দুই কেন্দ্রে টিকা নিয়েছেন ১ হাজার ২১৯ জন। যাদের ১ হাজার ৬৯ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে ও ১৫০ জন নিয়েছেন সিলেটের বিভাগীয় পুলিশ লাইনস হাসপাতালে। যাদের মধ্যে পুরুষ ৮৩৪ জন ও নারী ৩৮৫ জন।
বিএ-১০