নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১০, ২০২১
০৭:২৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২১
০৭:২৮ পূর্বাহ্ন
সিলেটে করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে ভয় কমছে- বাড়ছে টিকা গ্রহণকারীর সংখ্যা। তৃতীয় দিনে সিলেট বিভাগে টিকা গ্রহণকারীর সংখ্যা প্রায় চারগুণ বেড়েছে। মঙ্গলবার এই বিভাগে টিকা নিয়েছেন ৮ হাজার ৫৫৯ জন। এর আগে গতকাল সোমবার টিকা নিয়েছিলেন ৩ হাজার ৯৫৪ জন। টিকা কার্যক্রম শুরুর প্রথম দিন টিকা নেন মাত্র ২ হাজার ৩৯৬ জন।
মঙ্গলবার টিকা নেওয়াদের মধ্যে ৬ হাজার ২০৮ জন পুরুষ এবং ২ হাজার ৩৫১ জন নারী ছিলেন। টিকা গ্রহণকারীদের সংখ্যা বাড়ায় সিলেট নগরে বুথ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেটের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার জেলায় ২ হাজার ৯৬৪ জন টিকা নেন। এদের মধ্যে পুরুষ ছিলেন ২ হাজার ১৩২ জন এবং নারী ৮৩২ জন। এর মধ্যে নগরে ২ হাজার ৪৯ জন টিকা নেন। নগরে টিকা গ্রহণকারীদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ টিকাদান কেন্দ্রে ১ হাজার ৭৭৮ এবং পুলিশ হাসপাতালে ২৭১ জন।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, জেলায় ৪১টি বুথে টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে নগরে বুথ ১৩টি। নগরের বুথগুলোর মধ্যে ১২টি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও একটি বিভাগীয় পুলিশ হাসপাতালে। ১২ উপজেলায় ২টি করে ২৪টি এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) চারটি বুথে টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি বুথে ২ জন টিকাদান কর্মী এবং ৪ জন করে স্বেচ্ছাসেবক রয়েছেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্রে ছিল আগের দুইদিনের তুলনায় ভিড় অনেক বেশি। নানা শ্রেণি-পেশা ও বয়সের মানুষ টিকা নেন। হাসপাতালের বুথগুলোতে টিকাদানে ব্যস্ত ছিলেন নার্সরা। ব্যস্ততা বাড়লেও মানুষকে সেবা দিতে পেরে খুশি তারা। হাসপাতালে টিকাদানের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট টিকা গ্রহণকারীরাও।
মঙ্গলবার ওসমানী হাসপাতালে টিকা নেওয়া কারো শরীরে বিশেষ কোনো পাশ্র্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। টিকা নিয়ে ভয় কমায় অনেকে টিকা গ্রহণে আগ্রহী হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর ৫৫ থেকে বয়সীমা ৪০ করায়ও এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন তারা। স্বাস্থ্য সংশ্লিষ্টরা মনে করছেন আগামীতে টিকা গ্রহণকারীর সংখ্যা দ্রুত বাড়বে।
নগরের টিকাদান কেন্দ্রগুলোর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে সিলেট সিটি করপোরেশন। সিসিক সূত্রে জানা যায়, নগরের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইনশৃংখলা বাহিনীরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ টিকা নেন। এই কেন্দ্রের ১২টি বুথে একদিনে ১ হাজার ৮০০ জনকে মতো টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে। প্রতিদিন টিকা গ্রহণকারীদের সংখ্যা বাড়ায় বিজিবি কোয়ার্টার ও র্যাব কোয়ার্টারে নতুন বুথ স্থাপন করা হবে। এছাড়া বুথ বাড়ানো হবে পুলিশ হাসপাতাল কেন্দ্রেও।
বিষয়টি নিশ্চিত করে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘নগরে মঙ্গলবার টিকা গ্রহণকারীর সংখ্যা আরও বেড়েছে। আগামীতে এ সংখ্যা বাড়তেই থাকবে। আগামী বৃহস্পতিবার বিজিবি কোয়ার্টার এবং র্যাব কোয়ার্টারে কেন্দ্র স্থাপন করা হবে। যাতে তাদের ওসমানীতে আসতে না হয়। এছাড়া বুধবার পুলিশ হাসপাতালে একটি বুথ বাড়ানো হবে। পরে প্রয়োজন সাপেক্ষে আরও বুথ বাড়ানো হবে।’
উল্লেখ্য, জেলায় প্রথম ধাপে ২২ হাজার ৮০০ ভায়াল টিকা সিলেটে এসেছে। এসব ভায়ালে ২ লাখ ২৮ হাজার ডোজ টিকা রয়েছে। এর মধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকার জন্য দেওয়া হয়েছে ২৮ হাজার ডোজ টিকা। জেলায় মোট ১৫৩টি টিকাদান বুথ রয়েছে। এর মধ্যে ২৫টি সিটি করপোরেশনের এবং বাকি ১২৮টি সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে। তবে প্রাথমিক অবস্থায় ১২ উপজেলায় ২টি করে বুথ ও সিটি করপোরেশনে ১৩টি বুথে এবং সিএমএইচের ৪টি বুথে টিকা দেওয়া হচ্ছে।
এদিকে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, সুনামগঞ্জে গতকাল মঙ্গলবার ২ হাজার ১১ জন টিকা নেন। এদের মধ্যে পুরুষ ছিলেন ১ হাজার ৫৫৭ এবং নারী ছিলেন ৪৫৪ জন। হবিগঞ্জে ১ হাজার ৩৬৮ জন টিকা নেন। এদের মধ্যে পুরুষ ১ হাজার ৩০ জন এবং নারী ৩৩৮ জন। মৌলভীবাজারে গতকাল টিকা নিয়েছেন ২ হাজার ২১৬ জন। এরমধ্যে ১ হাজার ৪৮৯ জন পুরুষ এবং ৭২৭ জন নারী।
এনএইচ/আরসি-০৩