বিয়ানীবাজারে ডোবায় মিলল নিখোঁজ শিশুর লাশ

বিয়ানীবাজার প্রতিনিধি


ফেব্রুয়ারি ১০, ২০২১
১০:৫৮ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২১
১১:৪৩ অপরাহ্ন



বিয়ানীবাজারে ডোবায় মিলল নিখোঁজ শিশুর লাশ

সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রাম থেকে নিখোঁজ হওয়ার ৪২ ঘন্টা পর বাড়ির পাশের ডোবায় লাশ পাওয়া গেছে। নিহত শিশুর নাম ছামি আহমদ। তার বয়স ছিল আড়াই বছর।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ডোবার আবর্জনার মধ্যে ভেসে থাকা লাশ দেখতে পান স্বজনরা। ছামি নিখোঁজের পর স্বজনরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে গত ৪২ ঘন্টা কাটান। তার লাশ পাওয়ার পর স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। 

লাশ ঘিরে স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে।

নিহত শিশুর স্বজনরা জানান, ঘরের পেছনের দোলনায় খেলতে গিয়ে বা অন্য কোনভাবে হয়তো ডোবায় পড়ে যায় ছামি। আবর্জনার মধ্যে তলিয়ে যাওয়ায় স্বজনরা তাকে খোঁজে পাননি। 

এদিকে বিয়ানীবাজার থানায় আড়াই বছরের শিশু ছামি নিখোঁজের ঘটনায় সোমবার সাধারণ ডায়রি করেন ছামির চাচাতো ভাই ফরহাদ আহমদ তানিম। 

এরপর আশাপাশে খোঁজ করে তার কোন সন্ধান না পাওয়ায় শেষ পর্যন্ত বাড়ির আশপাশের সাতটি ডোবা-পুকুর সেচ করে তাকে খোঁজা হয়েছিলো। 

কোথাও ছামিকে পাওয়া যায়নি। অবশেষে বুধবার দুপুরে ঘরের পেছনের ডোবা থেকে ছামির নিথর দেহ ভেসে ওঠে। শিশু ছামি আহমদ শ্রীধরা গ্রামের দর্জি গোষ্ঠীর অধিবাসী শামীম মাহমুদ ও শাবানা বেগম দম্পতির ছেলে।

নিহত ছামীর চাচাত ভাই ফরহাদ আহমদ তানিম বলেন, ছামির পায়ে জুতা থেকে জামা সব ঠিকঠাক ছিল। 

যেখানে তাকে পাওয়া গেছে এর পাশেই একটি দোলনা ছিল। সবারই ধারণা খেলেত গিয়ে সে কোনভাবে হয়তো ডোবা পড়ে গিয়ে আর উঠতে পারেনি। 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে ডোবায় পড়ে শিশুটি ডুবে মারা গেছে। 

এস এ/বি এন-০৪