সিলেটে এতিম শিক্ষার্থীদের মধ্যে হেল্পিং হ্যান্ডসের উপহার বিতরণ

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১১, ২০২১
০২:০৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২১
০২:০৭ পূর্বাহ্ন



সিলেটে এতিম শিক্ষার্থীদের মধ্যে হেল্পিং হ্যান্ডসের উপহার বিতরণ

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হেল্পিং হ্যান্ডস চ্যারিটি বাংলাদেশের পক্ষ থেকে দলদলী উত্তর বালুচরের জামিয়া হুসাইনিয়া দারুল হাদীস টাইটেল মাদরাসা হিফজ বিভাগ ও এতিমখানায় শীতবস্ত্র, মাস্ক ও মিষ্টিসহ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) ১৬০ জন ছাত্রের মধ্যে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এই উদ্যোগে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার ও লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেনিং এন্ড রিসার্চ সেক্রেটারি ইব্রাহিম খলিল।  

এসময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, সিনিয়র শিক্ষক মুফতি আজমল হোসাইন, মুফতি জাকারিয়া মাহমুদ, মুফতি আবুল হুসাইন, মুফতি আবু বকর, মাওলানা  আকমল, হাফেজ অলি আহমদ, মাস্টার জামাল আহমদ, খন্দকার রেজাউল করিম জিসান, নিক্সন চৌধুরী ও বিমল দেবনাথ।

বিএ-১৩