নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১১, ২০২১
০৭:৫৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২১
০৭:৫৮ পূর্বাহ্ন
সিলেটে বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২) হত্যা মামলার এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ দুজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। বুধবার সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের স্পেশাল জজ মো. নুরুল আমিন দুজনের সাক্ষ্য গ্রহণ করেন। এ নিয়ে এই মামলায় ১৮ জন সাক্ষ্য দিলেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার আসামিদের মধ্যে মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহী হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হক সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন। অপর সাক্ষী পূবালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা সিরাজুল হক চৌধুরী মামলার জব্দ তালিকার সাক্ষী ছিলেন। হত্যার পর অনন্ত বিজয় দাশের বাসার কম্পিউটার, কয়েকটি বই জব্দ করেছিল পুলিশ। জব্দ তালিকার সাক্ষী হিসেবে সিরাজুল হক চৌধুরী আদালতে সাক্ষ্য দেন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী প্যানেলের প্রধান এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেন, ‘এ পর্যন্ত আলোচিত এ মামলার ২৯ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। ২৪ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখে অনন্ত বিজয় দাশের ভগ্নিপতিসহ অন্য সাক্ষীদের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।’
প্রসঙ্গত, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারের কলাপাড়া এলাকার নিজ বাসার সামনে খুন হন অনন্ত বিজয় দাশ। বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি তিনি ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। এছাড়া বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন অনন্ত।
হত্যাকাণ্ডের এক দিন পর অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাত চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠী’ পরিকল্পিতভাবে খুন করেছে বলে এতে অভিযোগ করা হয়।
মামলার অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে কানাইঘাটের আবুল হোসেন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭) ও সুনামগঞ্জের তাহিরপুরের বীরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ (২৫) পলাতক। কানাইঘাটের পূর্ব ফালজুর গ্রামের মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এ বি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন (২৪) মৃত্যুবরণ করেছেন। আরেক আসামি সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় বসবাসকারী সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান (৩০)। তিনি ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলারও আসামি।
মামলার বাদীপক্ষের আইনজীবীরা জানান, ২০১৯ সালের ৭ মে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। কিন্তু সাক্ষীদের অনুপস্থিতির কারণে বারবার পেছানো হয় সাক্ষ্য গ্রহণ। দীর্ঘদিন সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ চলার পর সম্প্রতি মামলাটি সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
আরসি-০২