সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২১
০৮:০২ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২১
০৮:০২ পূর্বাহ্ন
বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০১৯ এর সম্মাননাপত্র ও সম্মানী প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার বেলা ১টায় সিলেট মহানগর পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কর্মকর্তাদের মেধাবী সন্তানদের হাতে সনদ, ক্রেস্ট ও সম্মানী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ। সহকারী কমিশনার (অর্থ ও হিসাব) রাখি রাণী দাসের পরিচালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, উপ-কমিশনার (সদর) তোফায়েল আহমেদ, উপ-কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত উপ-কমিশনার (সদর) ইয়াহিয়া আল মামুন।
বৃত্তিপ্রাপ্তরা হলেন, পুলিশ পরিদর্শক জমশেদ আলমের মেয়ে ফাইরুজ আলম প্রাপ্তি, পুলিশ পরিদর্শক মো. নফিজুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস নদী, পুলিশ পরিদর্শক মো. সাইদুর রহমানের মেয়ে মোছা. তানজিনা আক্তার তোহা।
আরসি-০৩