‘বঙ্গবীর ওসমানী ছিলেন খাঁটি দেশপ্রেমিক’

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৬:১৬ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১
০৬:১৬ পূর্বাহ্ন



‘বঙ্গবীর ওসমানী ছিলেন খাঁটি দেশপ্রেমিক’

বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘ওসমানী ছিলেন আদর্শবান, সৎ চরিত্রের অধিবাসী ও নিষ্ঠাবান সৈনিক। তিনি আজীবন গণতন্ত্রী, ধার্মিক ও খাঁটি দেশপ্রেমিক ছিলেন।’

এমএজি ওসমানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে এবং উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার ও মানববাধিকার ফাউন্ডেশনের সহসভাপতি শফিকুর রহমান শফিফের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা এডিশনাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, ইমিগ্রেশন অ্যঅডভাইজার ড. আর. কে. ধর, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ডা. দিলীপ কুমার দাশ চৌধুরী, ব্যবসায়ী আবু জাফর মো. আলী হাসান, বিএমবিএফ সিলেট বিভাগের নির্বাহী সভাপতি রোটারিয়ান আসাদুজ্জামান, সিলেট জেলা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট জেলার সাবেক সভাপতি মাহবুবুল আলম মিলন, ফুলকলি ফুড প্রোডাক্টস লি. এর ডিজিএম মোহাম্মদ জসিম উদ্দিন খন্দকার, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. বশির আহমদ, ডা. কানু দত্ত সেনাপতি, অ্যাডভোকেট সুদীপ বৈদ্য।

অনুষ্ঠানে সময় বক্তারা বলেন, ‘এমএজি ওসমানী ছিলেন আদর্শ, দেশপ্রেম ও মূল্যবোধের অনন্য প্রতীক। তিনি ছিলেন কিংবদন্তীর এক মহানায়ক। তিনি বীরত্ব, কর্তব্য, নিষ্ঠা ও চারিত্রিক গুণাবলীর জন্যে ইতিহাসে অমর হয়ে থাকবেন।’

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মহি উদ্দিন আহমদ, মানবাধিকার কর্মী ফাউন্ডেশন মহিলা ও শিশু সম্পাদক সহকারী শিক্ষক রুনা সুলতানা, সিলেট বিভাগের সহ-সভাপতি মো. বেলাল উদ্দিন, ফাইয়াজ হোসেন ফরহাদ, অ্যাডভোকেট মো. আব্দুল রহিম তালুকদার, অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর চৌধুরী, সারিঘাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহেল আহমদ চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মো. ইউসুফ সেলু, জাহাঙ্গীর আলম, মো. মামুন চৌধুরী, তুহিন চৌধুরী, রিয়াজ উদ্দিন ফরহাদ প্রমুখ।

আরসি-০১