টুকেরবাজারে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৭, ২০২১
০৬:৪০ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২১
১১:১৪ অপরাহ্ন



টুকেরবাজারে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট শহরতলীর টুকেরবাজারে পাথর বোঝাই ট্রাক চাপায় স্বপন কুমার দাস (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক মো. দেলওয়ার হোসেনকে (৪২) আটক করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

নিহত স্বপন কুমার দাস একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। মৌলভীবাজারের বাসিন্দা স্বপন কুমার দাস বর্তমানে মদিনা মার্কেটস্থ পনিটুলায় এলাকায় বসবাস করে আসছেন। 

সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে একটি পাথর বোঝাই ট্রাকটি তেমুখী বাইপাস হয়ে ঢাকার পথে যাচ্ছিল। এদিকে নিহত স্বপন মোটরসাইকেল নিয়ে জাউয়াবাজার যাচ্ছিলেন। পরে তেমুখী পয়েন্টে মোটরসাইকেল আসামাত্রই পাথর বোঝাই ট্রাকটি স্বপন কুমার দাসের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে জালালাবাদ থানায় ওসি নাজমুল হুদা খান বলেন, তেমুখীতে ট্রাক চাপায় স্বপন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। আর নিহতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বিএ-০৫