সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২১
০৩:৩৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২১
০৩:৩৬ পূর্বাহ্ন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় সিলেটের নগর চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিমের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন মদনমোহন কলেজ শাখার সংগঠক সাকিব রানা, এমসি কলেজ শাখার সংগঠক সুরাইয়া পারভিন আঁখি, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক বিপ্লব দেব, দোয়েল রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘গভীর রাতে মেস এলাকায় ঘুমন্ত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ন্যাক্কারজনক। রাতের অন্ধকারে শিক্ষার্থীদের মেসে গিয়ে খুঁজে খুঁজে হামলা করা হয়েছে। যাকেই যেখানে পাওয়া গিয়েছে আক্রমণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীর সঙ্গে বিআরটিসি বাসের একজন স্টাফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্টাফরা মিলে এক শিক্ষার্থীর গলায় ছুরি চালায়, অন্যজনকে থাপ্পড় মারে। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবি জানায়।
বক্তারা আরও বলেন, অবরোধকালীন সময়ে এলাকার রাজনৈতিক নেতাদের সঙ্গে শিক্ষার্থীদের বাক-বিতণ্ডা হয়। এরই জের ধরে রাতে স্থানীয় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের গুন্ডারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেসগুলোতে ভয়াবহ হামলা চালায়।
বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির মোল্লা ও শ্রম বিষয়ক সম্পাদক কাওসার মোল্লা এই হামলার নেতৃত্বে ছিলেন জানিয়ে বক্তারা বলেন, হামলার এক পর্যায়ে শিক্ষার্থীরা সংগঠিত হওয়ার চেষ্টা করলেও পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের সন্ত্রাসীরা দফায় দফায় হামলা চালায়। এমনকি শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে সেখানেও হামলা চালানো হয়। নেতৃবৃন্দ, এসব ঘটনার তদন্ত করার দাবি জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, ‘স্পষ্টভাবে বোঝা যাচ্ছে প্রশাসন ও পুলিশের উপস্থিতিতেই শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে যেখানে প্রশাসনের দায়িত্ব শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করা, সেখানে প্রশাসনের সামনেই শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়।’
তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করার দাবি জানান।
বিএ-১৪