উন্নয়ন স্বপ্ন নয় বাস্তবে হবে : পরিকল্পনা মন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৯, ২০২১
১০:২৪ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২১
১০:২৬ অপরাহ্ন



উন্নয়ন স্বপ্ন নয় বাস্তবে হবে : পরিকল্পনা মন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, আওয়ামীলীগের কর্মী হওয়া গর্বের বিষয়। এখন জ্বালাও পোড়াওয়ের দিন শেষ, উন্নয়নের বাংলাদেশ। কিছু লোক মনে প্রাণে বাংলাদেশকে মেনে নেয় না। তারা দেশের ভাষা মেনে নেয় না। ব্রীজ- কালভার্টের উন্নয়ন করলে হবেনা। শত্রুদের চিহ্নিত করতে হবে। গণতান্ত্রিক সরকার স্বৈরতান্ত্রিক সরকার নয়। গায়ের জোরে কিছু করা যায়না। গায়ের জোরে কাজ করে স্বৈরশাসক। এই সরকার আপনাদের সরকার। 

মৌলভীবাজারে কোদালীছড়া উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, সরকার মুক্তিযোদ্ধা ভাতা, ১০ টাকায় চাল, বিনামূল্যে চাল ও ঋণ সুবিধা দিয়েছে। দরিদ্রের ম্যাপ আছে, বিদ্যুতের ম্যাপ আছে, স্কুলের ম্যাপ আছে। প্রত্যেক জেলায় পর্যায়ক্রমে যারা পিছিয়ে আছে তাদেরকে উন্নয়নে অগ্রাধিকার দেয়া হবে। কোন প্রকল্প নিলে সাধারণ মানুষের উপকার হয় কিনা সেটি প্রধানমন্ত্রীকে বুঝাতে হয়।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাব চত্ত্বরে মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন ও প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমান।

প্রধান অতিথি আরও বলেন, দেশে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজ হচ্ছে। উন্নয়ন স্বপ্ন নয় বাস্তবে হবে। ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নিত করা হবে। এবং সড়কটি হবে ইউরোপের মতো।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের কয়েকটি জেলা উচু সেগুলোতে পানির একটু সমস্যা হয়। আমরা সবাই মিলে কাজ করতে চাই। 

আমাদের কাছে মনে হয় সকল সমস্যা এক দিনেই সমাধান করে দেই। কাজ শেষ করার অপেক্ষা করতে হবে। আগামী ৫ বছর কি কাজ হবে সেটির পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনা ব্যতীত কোন কাজ হয়না।

এর আগে মন্ত্রী মৌলভীবাজার পৌরসভার  আয়োজনে কম্পিউটার ট্রেনিং কোর্সের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

সূত্রে জানা যায়, কোদালীছড়ার মোট দৈর্ঘ্য পাহাড় বর্ষিজুড়া হতে হাইল হাওর পর্যন্ত ২১.৫৮ কিলোমিটার। 

তার মধ্যে মৌলভীবাজার পৌরসভা এলাকায় কুদালীছড়ার দৈর্ঘ্য ৩.৯০ কিলোমিটার। এবং বর্তমানে কুদালীছড়ার উভয় পার্শ্বে টেন্ডারকৃত দৈর্ঘ্য ( চেইনেজ ১.৩ কিলোমিটার- ৩.৯০ কিলোমিটার) ২.৬০ কিলোমিটার। মোট ৫টি প্রকল্পে ব্যয় হবে ২৪ কোটি, ৯৫ লক্ষ, ৮৯হাজার, ৭২৯ টাকা।

পরে মন্ত্রী মৌলভীবাজার প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময়ে মন্ত্রী প্রেসক্লাবে একটি অত্যাধুনিক ভবণ নির্মাণের জন্য সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে জানান। এসময় তিনি বলেন, গণমাধ্যমের প্রতি সরকারের আলাদা দৃষ্টি রয়েছে। 

এস এইচ/বি এন-৫