সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২১
০৭:৫৯ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২১
১০:৩৩ অপরাহ্ন
‘সবুজ বোড়া’ বিষধর এই সাপ দেশের বিভিন্ন অঞ্চলে টিয়া বোড়া বা হাওয়া সাপ নামেও পরিচিত।
যার বৈজ্ঞানিক নাম (ট্রিমেরেসুরাস অ্যালবোল্যাব্রিস) ত্রিকোণাকৃতির মাথা ওয়ালা সাপটির ইংরেজি নাম গ্রিন পিট ভাইপার/হোয়াইট লিবড ব্যাম্বু ভাইপার।
সাপটি দৈর্ঘ্য সচরাচর ৬৫-৮০ সেমি এবং সর্বোচ্চ ১.০৪ মিটার লম্বা হয়ে থাকে। জন্মের পরপর যার দৈর্ঘ্য হয় প্রায় ১০-১৮ সেমি. পর্যন্ত।
এই সাপটির গায়ের ওপরের অংশের রঙ ঘন সবুজ। মাথার পাশে এবং চোখের নিচের অংশে থাকে হলুদ,সাদা অথবা ফ্যাকাশে সবুজ আকৃতির।
তবে এই জাতের পুরুষ সাপটির নিচের অংশে একটি হালকা ডোরা ও গায়ের রং গাঢ় সবুজ থাকে। এর চালিকা চরিত্র নিশাচর ও বৃক্ষচারী।
কিন্তু খাদ্যের জন্য আবার মাটিতেও নেমে আসে। ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে এমন একটি সাপের দেখা মিলেছে শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া এলাকার কাজী শামসুল হকের লেবু বাগানে।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক সজল দেব বলেন, বিষধর এই সবুজ বোড়া চলাফেরা করে খুব ধীর গতিতে।
তার খাদ্যভ্যাসে রয়েছে গিরগিটি, ব্যাঙ, ছোট স্তন্যপায়ী প্রাণী, এমন কি পাখি। তিনি বলেন, সাপটি দেখতে খুব সুন্দর তবে তা খুবই বিষাক্ত।
লাউয়াছড়া জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের যুগ্ম আহবায়ক কাজী শামসুল হক বলেন, সাপটি'কে বেশিঅংশ বাঁশঝাড়, কৃষিজমি, বোনের ঝোপ, লেবু, আনারস, এমনকি চা বাগানে দেখা যায়।
তবে সবুজ বোড়ার বিচরণ সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সুন্দরবন এলাকায় দৃশ্যমান।
জি কে/বি এন-০৩