জৈন্তাপুরে সূচনা'র অ্যাডভোকেসি সভা সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৩, ২০২১
০৮:০৯ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২১
০৮:১২ অপরাহ্ন



জৈন্তাপুরে সূচনা'র অ্যাডভোকেসি সভা সম্পন্ন

সিলেটের জৈন্তাপুরে সূচনা প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসি সভা আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফারুক হোসেনের সভাপতিত্বে ও এফআইভিডিভি’র জৈন্তাপুর ইউজেডসি আবু বক্কর শিকদারের পরিচালনায় উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম.এ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে এম আজাদ ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান হোসেন, উপজেলা তথ্য আপা তাসলিমা ফেরদৌসি মনি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন কুমার দাশ, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, এফআইভিডিভি’র সিনিয়র নিউট্রিশন অফিসার জোসনা খানম, এফআইভিডিভি’র টিওএএইচ মো. অলিউল ইসলাম, দিপংঙ্কর দে, শামছুন নাহার কনা, সাজিদ পারভেজ, বিশ্বজিৎ কুমার দাশ ও শামীম আহমদ।

এছাড়া বক্তব্য দেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সাথী রানী দাস, ইয়াসমিন আক্তার, শামীমা আক্তার, সাজমিন আক্তার সাজিদা, সুমাইয়া আক্তার, লাইলী বেগম ও বিলকিছ বেগম।

সভায় বক্তরা বলেন, ২০১৬ সাল থেকে জৈন্তাপুর উপজেলায় সূচনা প্রকল্প কাজ করে যাচ্ছে। 'বাংলাদেশে অপুষ্টি চক্র প্রতিরোধে একটি প্রয়াস' প্রতিপাদ্যকে সামনে রেখে ইতোমধ্যে উপজেলার সকল ইউনিয়নে সফলভাবে কার্যক্রম পরিচালনা করে ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সূচনা। আমরা তাদের কার্যক্রমে আশাবাদী। অতি অল্প সময়ে তারা উপজেলার পাড়া-মহল্লায় তাদের কার্যক্রম নিয়ে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেছে। এজন্য সত্যিকার অর্থে তারা প্রশংসার দাবি রাখে। তাদের কার্যক্রমে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।

 

আরকে/আরআর-০৪