নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৬:৩৬ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৬:৩৬ পূর্বাহ্ন
সিলেট বিভাগে বুধবার টিকা গ্রহণ করেছেন ৮ হাজার ২৮৮ জন। এ নিয়ে গত ৫ দিনে বিভাগে ৫৮ হাজার ৪৮৭জন। এখন পর্যন্ত বিভাগে মোট ১ লাখ ৭৩ হাজার ১৮১ জন টিকা গ্রহণ করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সারাদেশের মতো সিলেটে টিকাদান শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি। প্রথম দিকের ভয় কাটিয়ে প্রতিদিন বাড়তে থাকে টিকা গ্রহণকারীর সংখ্যা। গত ১৮ ফেব্রয়ারি টিকা নেন ১৫ হাজার ৩০০ জন, ২০ ফেব্রুয়ারি টিকা নেন ১৩ হাজার ৮৫১ জন, ২২ ফেব্রুয়ারি ১১ হাজার ৯৬২ জন, ২৩ ফেব্রুয়ারি ৯ হাজার ৮৬ জন এবং গতকাল ২৪ ফেব্রæয়ারি টিকা নেন ৮ হাজার ২৮৮ জন। এর মধ্যে একদিন সাপ্তাহিক বন্ধ ও একদিন সরকারি ছুটি থাকায় টিকাকেন্দ্র বন্ধ ছিল। বুধবার টিকা গ্রহণকারীদের মধ্যে ৫ হাজার ১৫৬ জন পুরুষ এবং ৩ হাজার ১৩২ জন নারী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সিলেট জেলায় ৩ হাজার ৩৬১ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ২ হাজার ১৯৩ জন পুরুষ এবং ১ হাজার ১৬৮ জন নারী। সুনামগঞ্জে টিকা নেন ১ হাজার ৪০৮ জন। এদের মধ্যে ৮৫৮ জন পুরুষ ও ৫৫০ জন নারী। হবিগঞ্জে টিকা গ্রহণ করেন ১ হাজার ৩৫৬ জন। এর মধ্যে ৮৫০ জন পুরুষ এবং ৫০৬ জন নারী। মৌলভীবাজারে বুধবার ২ হাজার ১৬৩ জন টিকা গ্রহণকারীর মধ্যে ১ হাজার ২৫৫ জন ছিলেন পুরুষ এবং ৯০৮ জন ছিলেন নারী। ম্যাসেজ ছাড়া এখন কাউকে টিকা না দেওয়ার কারণে আগের থেকে টিকা গ্রহণকারীর সংখ্যা কিছুটা কমছে বলে জানান স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
জেলা সিভিল সার্জন সূত্র জানায়, সিলেট জেলায় ৪২ বুথে গতকাল টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে নগরে ছিল ১৪টি বুথ। এসব কেন্দ্রের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি বুথ এবং বিভাগীয় পুলিশ হাসপাতালে ২টি বুথ রয়েছে। আর বাকি ১২ উপজেলায় ২টি করে ২৪ টি এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) ৪টি বুথে টিকা দেওয়া হয়। প্রতিটি বুথে ২ জন টিকাদান কর্মী এবং ৪ জন করে স্বেচ্ছাসেবক রয়েছেন।
নগরে বুধবার ১ হাজার ৫৪৬ জন টিকা গ্রহণ করেন। এদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রে টিকা নেন ১ হাজার ৩৪৬ জন। এদের মধ্যে ৭৯২ জন পুরুষ এবং ৫৫৪ জন নারী। পুলিশ হাসপাতালে বুধবার ২০০ জন টিকা গ্রহণকারীর মধ্যে ১৩৮ জন পুরুষ ও ৬২ জন নারী ছিলেন। বিষয়টি সিলেট নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘সবাইকে বলব নিবন্ধন করে টিকা গ্রহণ করুন। তবে অবশ্যই টিকা গ্রহণের তারিখ সম্বলিত ম্যাসেজ পাওয়ার পর টিকাদান কেন্দ্রে আসুন। ম্যাসেজ ছাড়া কাউকেই এখন টিকা দেওয়া হবে না।’
এনএইচ/বিএ-০৯