দেশে ১৭ দিনে পৌনে ২৭ লাখ জন টিকা নিয়েছেন

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৯:৫৭ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১
০৯:৫৭ অপরাহ্ন



দেশে ১৭ দিনে পৌনে ২৭ লাখ জন টিকা নিয়েছেন

দেশে এখন পর্যন্ত ২৬ লাখ ৭৩ হাজার ৩৮ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে ১৭ লাখ ৪৬ হাজার ১৩২ জন পুরুষ ও ৯ লাখ ২৬ হাজার ৯০৬ নারী।

এদিকে বুধবার এক দিনে টিকা নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৯৮৫ জন। এর মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৩৯ জনের। 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এক নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। 

এরপর ৭ ফেব্রম্নয়ারি শুরু হয় গণটিকাদান। শুরু থেকে টিকাগ্রহণের সংখ্যা কম থাকলেও গত সপ্তাহে তা বেড়ে গড়ে প্রতিদিন সোয়া দুই লাখ মানুষ টিকা নেন। তবে ছয় দিন পর গত মঙ্গলবার থেকে তা দুই লাখের নিচে নেমেছে।

অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর ৪৭টি হাসপাতাল ও কেন্দ্রে ২৭ হাজার ৮৫৭ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৯৯৩ পুরুষ ও নারী ৯ হাজার ৮৬৪ জন। 

এর মধ্যে সবচেয়ে বেশি টিকা নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন কেন্দ্রে ২ হাজার ৩৩০ জন।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৪, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৪৭, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ৯৯৯ জন। 

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম টিকা নিয়েছেন সেন্ট্রাল ক্লিনিক, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরে ১১৮ জন।

বিভাগীয় হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি টিকা নিয়েছেন ঢাকা বিভাগে ৬০ হাজার ৭৪০ জন। তাদের মধ্যে ৩৮ হাজার ৩৩৫ পুরুষ ও নারী ২২ হাজার ৪০৫ জন। 

ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ৮৬০, চট্টগ্রাম বিভাগে ৩৭ হাজার ৭৪, রাজশাহী বিভাগে ১৮ হাজার ১৭৯, রংপুর বিভাগে ১৬ হাজার ৬১২, খুলনা বিভাগে ২৭৪ হাজার ৮৩৮, বরিশাল বিভাগে ৮ হাজার ৩৯৪ এবং সিলেট বিভাগে ৮ হাজার ২৮৮ জন টিকা নিয়েছেন।

বি এন-০৪