ঘোষণা ছাড়া বিদ্যুৎহীন সাড়ে ৬ ঘণ্টা, জনভোগান্তি

শ্রীমঙ্গল প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৬, ২০২১
০৬:৩৭ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১
০৬:৩৭ অপরাহ্ন



ঘোষণা ছাড়া বিদ্যুৎহীন সাড়ে ৬ ঘণ্টা, জনভোগান্তি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা সাড়ে ছয় ঘণ্টার বিদ্যুৎ বিড়ম্বনায় জনজীবন অচল হয়ে পড়েছিল। সঞ্চালন লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে উপজেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি।

সমিতির একটি সূত্র জানায়, সকাল সাড়ে ১০টা পর্যন্ত কাজের পরিধি বিবেচনায় নিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হলেও প্রায় সাড়ে ৬ ঘন্টা পর বেলা সোয়া ২টায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।

পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) খালেদুল ইসলাম বলেন, 'সকালে সঞ্চালন গ্রিডে ত্রুটি দেখা দিলে তা মেরামতের প্রয়োজন পড়ে। একই সঙ্গে শহরের পশ্চিম ভাড়াউড়া এলাকায় বিদ্যুতের একটি খুঁটিতে আগুন লাগার কথা জানা যায়। এসব কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।'

এদিকে, দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনজীবনে দুর্ভোগ নেমে আসে। অতীতে সঞ্চালন লাইনের রক্ষণাবেক্ষণ কাজ শুরু করতে আগের দিন শহরে মাইকিং করা হলেও শুক্রবারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আগাম কোনো ঘোষণা দেওয়া হয়নি। যে কারণে সাধারণ গ্রাহকরা চরম বিড়ম্বনার মধ্যে পড়েন। বিশেষ করে জুমার দিন হওয়ায় অজু ও গোসলের পানির অভাবে পড়েন মুসল্লীরা। জুমার খুতবার আগে অনেক মসজিদের মাইকে মসজিদে অজুর পানি না থাকার কথা জানিয়ে বাড়ি থেকে অজু করে আসতে মুসল্লীদের অনুরোধ জানাতে শোনা গেছে। অনেকে ঘোষণা না জেনে মসজিদে এসে অজু করতে গিয়ে পানি না পেয়ে বিপাকে পড়েন।

শহরের হাউজিং এস্টেট এলাকার এক প্রবাসী দুপুরে বাসায় নিমন্ত্রণের আয়োজন করে বিপাকে পড়েন। বিদ্যুৎ সরবরাহ না থাকায় পানির অভাবে অনেক অতিথি চলে যান। পরে মিনারেল ওয়াটার কিনে বাথরুমের কাজ সারতে হয়েছে বলে জানান ওই প্রবাসী।

উত্তর ভাড়াউড়া গ্রামের রুহেল আহমেদ বলেন, 'পল্লী বিদ্যুতের এমন খাম-খেয়ালিতে আমরা অসহায় হয়ে পড়েছি। আগের দিন ঘোষণা দিয়ে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখলে আমাদের এই দুর্ভোগে পড়তে হতো না।'

অনেক গ্রাহক অভিযোগ করেছেন, শুক্রবার তারা তথ্য জানতে অভিযোগ কেন্দ্রে খোঁজ নিতে ফোন করলেও অনেকেই কোনো জবাব পাননি। 

শ্রীমঙ্গল থানা জামে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বেরিয়ে এক মুসল্লী ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আপনি লক্ষ্য করে দেখবেন শুক্রবার এলেই পল্লী বিদ্যুৎ সমিতির যত রক্ষণাবেক্ষণ কাজের প্রয়োজন হয়। এটা সমিতির দূরভিসন্ধিমূলক কাজ।'

এ বিষয়ে যোগাযোগ করা হলে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান বলেন, 'সকালে বিদ্যুতের একটি গুরুত্বপূর্ণ খুঁটিতে হঠাৎ আগুন লেগে যায়। খুঁটিটির আগুন নিয়ন্ত্রণ ও মেরামত করতে এ সময়টিতে সংযোগ বিচ্ছিন্ন রাখার প্রয়োজন হয়।'

তিনি আরও বলেন, 'জুমাবারকে কেন্দ্র করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয় এমন ধারণা অমূলক।'

 

জিকে/আরআর-০২