‘সরকার আগুন নিয়ে খেলছে’

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৭, ২০২১
০২:২২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১
০২:২২ পূর্বাহ্ন



‘সরকার আগুন নিয়ে খেলছে’

সিলেটের যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বলেছেন,  ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বীরত্বপূর্ণ অবদান রেখেছিলেন বলেই তিনি ‘বীর উত্তম’ উপাধি অর্জন করেছিলেন। এটি কারও দয়ায় পাওয়া নয়। তাঁর এই অর্জন বাতিলের ষড়যন্ত্র করে অবৈধ আওয়ামী লীগ সরকার আগুন নিয়ে খেলছে।’

শুক্রবার দুপুরে সিলেট যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের মিছিল ও সমাবেশে বক্তারা এ কথা বলেন। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে যায়।

সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা আগুন নিয়ে খেলছেন। আপনাদের হাত পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। এই খেতাব কেউ দেয়নি, তিনি অর্জন করেছেন। এই খেতাবে হাত দেওয়ার অধিকার কারো নেই।’

সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুক আহমদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক সৈয়দ সারোয়ার রেজার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক স্বপন।

বক্তব্য দেন, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সৈয়দ শামীম আল মামুন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক দুলাল আহমদ, ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ খান বেলাল, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম হুসেন, যুবদল নেতা জুনেদ আহমদ, আবু শহীদ শাহিন, এনাম ভূঈয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল আহাদ, আব্দুল করিম সাচ্চু, ফখর উদ্দিন রাজু, যুবদল নেতা ফুল মিয়া, আংগুর আলম, বাবুল মিয়া, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমেদ, শ্রমিকদল নেতা বাদশা মিয়া, মহানগর ছাত্রদলের সহ সভাপতি আব্দুল হাফিজ রানা, সাবেক ছাত্রনেতা এ বি মজুমদার রনি, মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আলী আহসান হাবীব, যুগ্ম সম্পাদক প্রদীপ পাল, যুগ্ম-সম্পাদক ইমাম উদ্দিন রুজেল, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মহসিন মজুমদার, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, যুবদল নেতা সামাদ আহমদ সাজু, সেলিম আহমদ, আব্দুল মজিদ বাবুল, যুবদল নেতা দুলাল আলী, মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম আলাল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিফজুর রহমান, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরিস আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম হোসেন লিটু, যুবদল নেতা জসিম আহমেদ, ইমন আহমদ, রানা আহমেদ, কালাম খান, ইমরান আহমেদ, জাবেদ আহমেদ, সাদ্দাম হোসেন, রাসেল নবাব, মানিক আহমেদ, রুবেল রবি, মিসবাহ আহমেদ, রমন দাস, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ, ছাত্রনেতা রাজন আহমদ প্রমুখ।

আরসি-০২