রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের পক্ষে বলল ভারত

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৮, ২০২১
০৬:১১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২১
০৬:১১ অপরাহ্ন



রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের পক্ষে বলল ভারত

জাতিসংঘের অনানুষ্ঠানিক সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিরসনের ব্যাপারে গুরুত্ব দিয়ে বক্তব্য দিয়েছেন ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এ ব্যাপারে সবার উচিত বাংলাদেশকে সমর্থন করা। 

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের বিষয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো প্রায়ই কৌশলী বক্তব্য দিয়ে থাকে। চীন সরাসরি মিয়ানমারকে সমর্থন করলেও ভারত এর আগে ‘নিরপেক্ষ’ থেকেছে। সেনা অভ্যুত্থানের ভেতরে প্রতিবেশী দেশটি পক্ষে কথা বলল।

রোহিঙ্গা প্রসঙ্গ তুলে তিরুমূর্তি শুক্রবার বলেন, ‘সংকট নিরসনে ভারতের সর্বোচ্চ চেষ্টা আছে। বিষয়টি নিয়ে আমরা অংশীদারদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। রোহিঙ্গাদের আগেভাগে ফেরাতে বাংলাদেশ এবং মিয়ানমার সরকারের সঙ্গে কাজ করতে থাকবে ভারত। নিরাপদে, দ্রুত এবং স্থায়ীভাবে যেন বিষয়টি সমাধান হয়, সেই চেষ্টা করছি আমরা।’

বিশ্বের অন্য দেশের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক কমিউনিটির উচিত অর্থনৈতিক এবং অন্যভাবে বাংলাদেশকে আরও সাহায্য করা।’

১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। এদের হাতেই রোহিঙ্গারা গণহত্যার শিকার হয়েছেন।

একপর্যায়ে প্রাণ বাঁচাতে লাখ-লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।

বিএ-০২