খাসোগি হত্যা : বাইডেন প্রশাসনের সৌদির বিষয়ে সিদ্ধান্ত আজ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০১, ২০২১
০১:২৮ অপরাহ্ন


আপডেট : মার্চ ০১, ২০২১
০১:২৮ অপরাহ্ন



খাসোগি হত্যা : বাইডেন প্রশাসনের সৌদির বিষয়ে সিদ্ধান্ত আজ

সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে বাইডেন প্রশাসনের আরো কঠোর হওয়া উচিত ছিল এমন সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সৌদি আরবের বিষয়ে আজ তার প্রশাসন থেকে সিদ্ধান্ত আসছে। রয়টার্স।

ক্রাউন প্রিন্স বিন সালমানই নির্বাসিত সাংবাদিক খাসোগিকে হত্যার অনুমোদন দিয়েছিলেন বলে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতর খাসোগিকে খুন করা হয়। প্রথমে নিখোঁজ এবং পরে কনসুলেটের ভেতর খাসোগিকে হত্যার কথা সৌদি আরব স্বীকার করলেও তার মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। খাসোগি হত্যাকাণ্ডের শুরু থেকেই নির্দেশদাতা হিসেবে ক্রাউন প্রিন্স মোহাম্মদের নাম এলেও সৌদি আরব বরাবর তা অস্বীকার করেছে এসেছে।

দুনিয়াজুড়ে আলোচিত খাসোগি হত্যাকাণ্ডে সৌদি ক্রাউন প্রিন্সের সংশ্লিষ্টতার কথা এবারই প্রথম প্রকাশ করল যুক্তরাষ্ট্র। প্রতিবেদনটি প্রকাশের পরপরই হত্যাকাণ্ডে জড়িত ৭৬ সৌদি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

তবে সেই তালিকায় নেই হত্যার ‘নির্দেশদাতা’ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সৌদি আরবের ‘শীর্ষ নেতা’ হওয়ার কারণেই তার ওপর কোনও ধরনের বিধিনিষেধ আরোপ করা হবে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালিত ওই তদন্ত প্রতিবেদনে ‘সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান সাংবাদিক জামাল খাশুগজিকে হত্যা বা আটক করতে তুরস্কের ইস্তাম্বুলে অভিযানের অনুমোদন দিয়েছিলেন’ বলে প্রমাণ থাকার দাবি করা হয়।

বিএ-০৬