জুড়ী-লাঠিটিলা সড়কে ফাটল, ঝুঁকিতে চলাচল

সাইফুল্লাহ হাসান, মৌলভীবাজার


মার্চ ২৩, ২০২১
১২:৩০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৩, ২০২১
১২:৩০ পূর্বাহ্ন



জুড়ী-লাঠিটিলা সড়কে ফাটল, ঝুঁকিতে চলাচল

মৌলভীবাজারের জুড়ী-লাঠিটিলা সড়কটি নির্মাণের দেড় বছরের মাথায় এতে ফাটল দেখা দিয়েছে। ফলে এ সড়কে চলাচলকারী যানবাহন দুর্ঘটনায় পড়ার আশঙ্কা রয়েছে। নির্মাণের অল্পদিনের মধ্যে রাস্তায় ফাটল দেখা দেওয়ায় স্থানীয় জনসাধারণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সরেজমিনে জুড়ী-লাঠিটিলা সড়কের কালামাটি এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার মাঝ দিয়ে একশ থেকে দেড়শ মিটারের মতো ফাটল তৈরি হয়েছে। দিন দিন ফাটলটি বড় আকার ধারণ করছে বলে জানান স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ অধিদপ্তরের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে নয়াবাজার থেকে লাঠিটিলা ১২.১০ কিলোমিটার সড়কের কাজ হয়। পেডমেন্ড প্রশস্তকরণ, মজবুতকরণ, পূনঃনির্মাণ ও ৭টি কালভার্ট নির্মাণমূল্য ছিল ৩৪ কোটি ৫২ লাখ ৭৬ হাজার ৪ ২৬ টাকা। কাজটি সম্পাদন করে ঠিকাদারি প্রতিষ্ঠান পিএমপিএল-কেএসএ-জয়েন্ট ভেঞ্চার। রাস্তাটির নির্মাণকাজ শেষ হয় ২০১৯ সালের ১৪ আগস্ট।

এ সড়কে নিয়মিত চলাচলকারী খোরশেদ আলম বলেন, 'আমি প্রতিদিন মোটরসাইকেলযোগে যাতায়াতের সময় এই স্থানে এলে মোটরসাইকেলের গতি কমিয়ে দেই। সড়কের বেশ কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। অনেক জায়গায় আবার সড়ক দেবে গেছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।'

সড়কটিতে চলাচলকারী মালবাহী পিকআপের চালক লুৎফুর রহমান বলেন, 'ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজের কারণে রাস্তায় ফাটল দেখা দিয়েছে। ধীরে ধীরে ফাটল বড় হচ্ছে।'

স্কুলশিক্ষক রহিম উদ্দিন বলেন, 'গত একমাস থেকে রাস্তায় ফাটল দেখা দিয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এখনও এই জায়গাটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। সড়কটি সংস্কারে কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।'

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভগ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন বলেন, 'কিছুদিনের মধ্যে আমাদের সংস্কারকাজ শুরু হবে। তারপরও আমি ওই স্থান পরিদর্শন করব।'

 

এসএইচ/আরআর-০৩