আউট অব স্কুল প্রোগ্রামের অবহিতকরণ কর্মশালা

ওসমানীনগর প্রতিনিধি


মার্চ ২২, ২০২১
০৮:০২ অপরাহ্ন


আপডেট : মার্চ ২২, ২০২১
০৮:০২ অপরাহ্ন



আউট অব স্কুল প্রোগ্রামের অবহিতকরণ কর্মশালা

আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রামের (পিইডিপি) আওতায় সিলেটের ওসমানীনগরে ঝরেপড়া শিশু জরিপকারীদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ মার্চ) সকালে উপজেলার মঙ্গলচন্ডি নিশিকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার। 

আরডিআরএস'র জেলা প্রোগ্রাম ম্যানেজার মোশাররফ হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নূল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সিলেটের সহকারী পরিচালক নজরুল ইসলাম ভূইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফ মো. নেয়ামত উল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাশ চৌধুরী, মো. সানাউল হক সানি, জেসিএফ সিলেট এর ফিল্ড কো-অর্ডিনেটর গুলশান আরা, আরডিআরএস'র সিলেট সিটির প্রোগ্রাম ম্যানেজার খলিলুর রহমান ও আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান বেগম।

কর্মশালায় জানানো হয়, এই কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় ৯ লাখ শিশুর প্রাথমিক শিক্ষার দ্বিতীয় সুযোগ তৈরি করা হয়েছে। এর অংশ হিসেবে সিলেট জেলায় ২৬ হাজার ১০০ শিশুকে নিয়ে আউট অব চিলড্রেন অ্যাডুকেশন কর্মসূচি লিড এনজিও হিসেবে আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়ন করবে এবং উন্নয়ন পরিষদ ও এডিএস বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে কাজ করবে। শিক্ষালাভের দ্বিতীয় সুযোগ হিসেবে ওসমানীনগরে ঝরেপড়া বা বিদ্যালয়ে ভর্তি না হওয়া ৮-১৪ বছর বয়সী ২ হাজার ১০০ জন শিশুকে ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনা হবে। টার্গেটভুক্ত ঝরেপড়া শিশুরা যাতে স্কুলমুখী হয় সেজন্য সরকার এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের নানামূখী সুযোগ সুবিধা প্রদান করবে। উপজেলা পর্যায়ে শিক্ষার্থীরা ১২০ টাকা করে উপবৃত্তি, স্কুলড্রেস, ব্যাগ, আইডি কার্ড, বই, খাতা, কলমসহ যাবতীয় শিক্ষাউপকরণ বিনামূল্যে পাবে।

কর্মশালায় মোট ৬১ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। সার্বিক দায়িত্বে ছিলেন আরডিআরএস'র ওসমানীনগর উপজেলা প্রোগ্রাম অফিসার সৈয়দ বদরুছ ছালেকিন।

 

ইউডি/আরআর-০৬