ফেঞ্চুগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


মে ০১, ২০২৪
০৯:১৬ অপরাহ্ন


আপডেট : মে ০১, ২০২৪
০৯:২৬ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ


সিলেটের ফেঞ্চুগঞ্জে আলাউদ্দিন খান-জুলহাস খান ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে ফেঞ্চুগঞ্জ যুবসংঘ কার্যালয়ে ১০জন চলাচল প্রতিবন্দীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন ফেঞ্চুগঞ্জপ্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদদীন ইসকা। প্রেস ক্লাবের সহ- সম্পাদক  দেলওয়ার হোসেন পাপ্পুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার  অধ্যক্ষ মাওলানা ফরিদ উদদীন আতাহার। 

বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমদ রাজা,  ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মামুনুর রশীদ।

আরও বক্তব্য দেন হাজি মোহাম্মদ আলমাস উদদীন। সবশেষে অতিথি বৃন্দ  ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার ১০জনশারিরীক ভাবে চলাচলে অক্ষম ব্যাক্তির  মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন।


এসএসি-০১/এএফ-০৪