শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি


মার্চ ২৪, ২০২১
১২:৪৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৪, ২০২১
১২:৪৫ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির উৎসব ‘আদিকথা’র মাধ্যমে তুলে ধরা হয়েছে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি।

মঙ্গলবার (২৩ মার্চ) সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটি হয়। এতে খাসি (খাসিয়া), গারো, মণিপুরি, সাঁওতাল, ত্রিপুরা, মুন্ডা, বাড়াইক, উরাওসহ ১২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক দল তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, বৃহত্তর সিলেট-ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মাসহ বিভিন্ন খাসিয়াপুঞ্জির গ্রাম প্রধানগণ।

শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমাদের স্বাধীনতা অর্জনে ক্ষুদ্র জাতি-গোষ্ঠীসহ সকলের অবদান রয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাঙালি জাতির জন্য একটি বিশাল মাইলফলক। আমরা সকল জাতি-গোষ্ঠীর মানুষকে নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব পালন করছি। এরই প্রেক্ষিতে আমাদের উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে নিয়ে আজকের এই আয়োজন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা তাদের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করছি।

 

জিকে/আরআর-০৫