ভারতের রপ্তানিকৃত টিকার এক তৃতীয়াংশই বাংলাদেশে

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৫, ২০২১
০৪:১০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৫, ২০২১
০৪:১০ পূর্বাহ্ন



ভারতের রপ্তানিকৃত টিকার এক তৃতীয়াংশই বাংলাদেশে

শেষ চার মাসে বিশ্বের ৯৫টি দেশে রপ্তানি, মঞ্জুরি উপহার ও কোভ্যাক্সের আওতায় ছয় কোটি ৬২ লাখ ৬৯ হাজার আটশ’ ডোজ কভিড ভ্যাকসিন (টিকা) পাঠিয়েছে ভারত। এর মধ্যে বাংলাদেশ পেয়েছে এক কোটি তিন লাখ ডোজ।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত কভিড ভ্যাকসিনের হালনাগাদ হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। ওই হিসাব অনুযায়ী, বিদেশে ভারতের ভ্যাকসিনের ছয় ভাগের এক ভাগ পেয়েছে বাংলাদেশ। গত ২৯ মার্চের পর ভারত বিদেশে বাণিজ্যিকভাবে কভিড ভ্যাকসিন রপ্তানি করেনি। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২০ জানুয়ারি ভারত বিদেশে কভিড ভ্যাকসিন পাঠানো শুরু করে। ভারত তিন দফায় বাংলাদেশকে উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ ভ্যাকসিন দিয়েছে। এটি বিদেশে ভারতের উপহার হিসেবে পাঠানো ভ্যাকসিনের (এক কোটি ছয় লাখ ১৫ হাজার) প্রায় এক তৃতীয়াংশ। এর বাইরে চুক্তির আওতায় বাণিজ্যিক রপ্তানির অংশ হিসেবে ভারত বাংলাদেশে দুই দফায় ৭০ লাখ ডোজ ভ্যাকসিন পাঠিয়েছে। এটিও কোনো দেশে বাণিজ্যিকভাবে ভারতের সর্বোচ্চ রপ্তানি। ভারত মোট তিন কোটি ৫৭ লাখ ৯২ ডোজ ভ্যাকসিন রপ্তানি করেছে। 

মরক্কোও ৭০ লাখ ডোজ ভ্যাকসিনের বাণিজ্যিক চালান পেয়েছে ভারত থেকে। এছাড়া যুক্তরাজ্য ৫০ লাখ, ব্রাজিল ৪০ লাখ, নেপাল ও দক্ষিণ আফ্রিকা ১০ লাখ ডোজ করে ভ্যাকসিনের বাণিজ্যিক চালান পেয়েছে। ভারত কোভ্যাক্সের আওতায় ৪৯টি দেশে এক কোটি ৯৮ লাখ ৬২ হাজার আটশ’ ডোজ কভিড ভ্যাকসিন পাঠিয়েছে। 

আরসি-০৩