সিলেট মিরর ডেস্ক
মে ০৪, ২০২১
০৯:৩৮ অপরাহ্ন
আপডেট : মে ০৪, ২০২১
০৯:৩৮ অপরাহ্ন
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। হেল্পলাইন নম্বরে এই হুমকি ফোন ও ইমেলে মেসেজ এসেছে বলে জানা গিয়েছে।
এই নিয়ে দুবার প্রাণ্নাশের হুমকি পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
জানা গেছে, হেল্পলাইন নম্বর ১১২ তে খুন করার থ্রেট কল ও মেসেজ এসেছে। বিষয়টি জানার পরেই ততপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন।
বাড়িয়ে দেয়া হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিরাপত্তা। ইতিমধ্যে এই থ্রেট কলের এফআইআর দায়ের করা হয়েছে।
কে বা কারা এই থ্রেট কল দিয়েছে, তাকে খুঁজে বের করতে শুরু হয়েছে তল্লাশি। অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য আলাদা দল গঠন করা হয়েছে।
মেইলেও এসেছে একই হুমকি। গত ২৯ এপ্রিল ফোন আসে। সেখানে বলা হয়, মুখ্যমন্ত্রীর কাছে আর চার দিনই আছে, এই চারদিনে যা করার করে নিন, ৫ দিন পরে যোগী আদিত্যনাথকে মেরে ফেলা হবে।
প্রসঙ্গত, গত মাসে অমিত শাহ, যোগী আদিত্যনাথকে ওড়ানোর হুমকি দিয়ে সিআরপিএফকে চিঠি পাঠানো হয়। রীতিমত সেটি ছিল খুনের হুমকি।
আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে তাদের মারা হবে জানিয়ে একটি উড়ো ইমেল এসেছিলো সিআরপিএফ-এর দপ্তরে।
বি এন -০৪