জরুরি ব্যবহারের অনুমোদন পেল চীনের টিকা

সিলেট মিরর ডেস্ক


মে ০৮, ২০২১
০৫:৫৯ পূর্বাহ্ন


আপডেট : মে ০৮, ২০২১
০৫:৫৯ পূর্বাহ্ন



জরুরি ব্যবহারের অনুমোদন পেল চীনের টিকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেলো চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি সিনোফার্মের তৈরি করোনা ভাইরাসের টিকা। জরুরি ব্যবহারের কথা বিবেচনা করে এই টিকার অনুমোদন দিলো ডব্লিউএইচও।

পশ্চিমা দেশগুলোর উদ্ভাবিত করোনা টিকার বাইরে এই প্রথম এশিয়ার কোনো দেশের টিকাকে অনুমোদন দিলো ডব্লিউএইচও।

আজ শুক্রবার (৭ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়ার্ক টাইমস জানিয়েছে, এই অনুমোদনের ফলে পিছিয়ে পড়া দেশগুলো আরও কার্যকরভাবে করোনা মোকাবেলা করতে পারবে।

ইতিমধ্যে টিকাটি কয়েক লাখ মানুষের ওপর প্রয়োগও করেছে চীন। দেশটির তৈরি প্রধান দুটি করোনা টিকার মধ্যে এটি একটি।

অন্যদিকে বিশ্বের অর্ধশতাধিক দেশ ইতিমধ্যে সিনোফার্মের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

উল্লেখ্য, ফাইজার-বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং গত সপ্তাহে মডার্নার করোনা টিকার জরুরি অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরসি-১১