জুড়ীতে নামাজ পড়ে পুরস্কার পেল শিশুরা

জুড়ী প্রতিনিধি


মে ১৮, ২০২১
১০:১১ অপরাহ্ন


আপডেট : মে ১৮, ২০২১
১০:১১ অপরাহ্ন



জুড়ীতে নামাজ পড়ে পুরস্কার পেল শিশুরা

মৌলভীবাজারের জুড়ীতে ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে ছোট শিশুরা। মঙ্গলবার (১৮ মে) বেলা ২টায় তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

পূর্ব জুড়ী ইউনিয়নের বড়ধামাই হযরত বেলাল (রাঃ) জামে মসজিদে সোনার বাংলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক সঙ্গে ৪০ দিন জামাতে নামাজ আদায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংস্থার সভাপতি হাফিজ শাহিন আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন, নয়াবাজার মাদরাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, সহ-অধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান, মাওলানা সায়েম উদ্দিন, গিয়াস উদ্দিন সিদ্দিকী, সমাজসেবক মইনুল ইসলাম মঈন, কানাডা প্রবাসী আজিম আহমদ, ইউপি সদস্য মাসুক উদ্দিন, সমাজসেবক ছইফ উদ্দিনসহ সোনার বাংলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা।

প্রতিযোগিতায় ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রথম পুরস্কার ছিল ৬টি বাইসাইকেল, দ্বিতীয় পুরস্কার ছিল ১৯টি ফ্যান, তৃতীয় পুরস্কার ছিল ১৩টি হাতঘড়ি আর চতুর্থ পুরস্কার ছিল খাতা ও কলম।

 

এইচআর/আরআর-০৯