শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের মারধর, বিচার দাবি

শ্রীমঙ্গল প্রতিনিধি


মে ২২, ২০২১
০৭:১৬ অপরাহ্ন


আপডেট : মে ২২, ২০২১
০৭:১৬ অপরাহ্ন



শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের মারধর, বিচার দাবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের মারধর করার প্রতিবাদে পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ এর উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মে) রাত ৯টায় শহরের ভানুগাছ সড়কে পরিষদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল শাখার বাস, মাইক্রোবাস, জিপ (১২২৩), ট্রাক, ট্যাংক লড়ি, পিকআপ (২৪০৩) ও সিএনজিচালিত অটোরিকশা (২৩৫৯) সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (২০ মে) উপজেলার বিটিআরআই এলাকায় জিপের চালক শফিক, কাজল ও বাবুকে সন্ত্রাসীরা মারধর করে রক্তাক্ত জখম করে এবং জিপে থাকা লেবু ও টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় খায়রুজ্জামান কামালসহ আরও ১৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে আটক করেনি।

এ সময় বক্তারা পুলিশ প্রশাসনের প্রতি বলেন, এখন থেকে ৪৮ ঘণ্টার ভেতরে আসামিদের গ্রেপ্তার না করা হলে পরবর্তীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় বক্তব্য দেন, শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের (১২২৩) সভাপতি ময়না মিয়া, সাধারণ সম্পাদক মিছির আলী, ২৪০৩ এর সভাপতি নূর মিয়া, সম্পাদক শাহজান মিয়া, ২৩৫৯ এর সভাপতি নূরুল ইসলাম, সম্পাদক আলী আকবর, ১২২৩ এর কার্যকরী সভাপতি ইউসুফ আলী, ২৩৫৯ এর সহ-সম্পাদক আলাউদ্দিন প্রমুখ।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক জানান, এখন পর্যন্ত কোনো আসামিকে পাওয়া যায়নি। তাদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।


জিকে/আরআর-০৩