খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ পেল বড়লেখার ৮০০ পরিবার

বড়লেখা প্রতিনিধি


মে ২২, ২০২১
১১:২৭ অপরাহ্ন


আপডেট : মে ২২, ২০২১
১১:২৮ অপরাহ্ন



খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ পেল বড়লেখার ৮০০ পরিবার

মৌলভীবাজারের বড়লেখার ৮০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধকল্পে মৌলভীবাজার জেলা পরিষদ প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ এগুলো বিতরণ করেছে। প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, একটি মাস্ক, একটি হ্যান্ড স্যানিটাইজার ও একটি সাবান দেওয়া হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২২ মে) দুপুরে জেলা পরিষদ জনমিলনায়তন কেন্দ্রে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। 

জেলা পরিষদের প্রধান নির্বাহী (উপ-সচিব) খোদেজা খাতুনের সভাপতিত্বে ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, পৌরসভার প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদ, ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন ও সদর ইউপি সদস্য ফয়ছল আলম স্বপন।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, নারীশিক্ষা কলেজের অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, জেলা পরিষদের সদস্য শহিদুল আলম শিমুল, আজিম উদ্দিন, জেরিন আক্তার, জুবেদা ইকবাল, ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, নছিব আলী, এনাম উদ্দিন, বিদ্যুৎ কান্তি দাস, শাহাব উদ্দিন, আজির উদ্দিন, ময়নুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।


এজে/আরআর-০৪