কমলগঞ্জে অবৈধ দখলমুক্ত হলো ভূমি

কমলগঞ্জ প্রতিনিধি


মে ২৩, ২০২১
১২:৫০ পূর্বাহ্ন


আপডেট : মে ২৩, ২০২১
১২:৫০ পূর্বাহ্ন



কমলগঞ্জে অবৈধ দখলমুক্ত হলো ভূমি

মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নদী শ্রেণির ১.৪৭ একর ভূমি দখলমুক্ত করা হয়েছে। শনিবার (২২ মে) দুপুর সাড়ে ১২টায় এ অভিযান চালানো হয়।

জানা যায়, শনিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হকের নেতৃত্বে উচ্ছেদ অভিযানের মাধ্যমে কমলগঞ্জ পৌরসভায় অবস্থিত কুমড়াকাপন মৌজার নদী শ্রেণির ১.৪৭ একর ভূমি অবৈধ দখলমুক্ত করা হয়। কমলগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় কমলগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এসডি/আরআর-১০