কুলাউড়া প্রতিনিধি
মে ২৩, ২০২১
০৩:০৫ পূর্বাহ্ন
আপডেট : মে ২৩, ২০২১
০৩:০৫ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট এলাকায় মাদক ব্যবসায়ী তানু মিয়ার নেতৃত্বে থাকা মাদক ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছেন ওই এলাকার মানুষ। মাদক ব্যবসায়ী তানু মিয়ার বিরুদ্ধে গত সোমবার বিকেলে এক প্রবাসীর সৃজিত বাগানের ২৫টি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ওই প্রবাসীর দোকানঘর তালাবদ্ধ করে দখল নিয়েছে তারা। এলাকাবাসী তানু মিয়ার বিরুদ্ধে ভয়ে কথা বলছেন না।
সম্প্রতি দেশে ফেরা কাতার প্রবাসী সৈয়দ মাহমুদ আলী অভিযোগ করেন, তানু মিয়া শরীফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন চিনু মিয়ার ভাই। তোফাজ্জল হোসেন চেয়ারম্যান থাকা অবস্থায় তার অপকর্মের শুরু। বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, গাছ চুরিসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন তানু মিয়া। ট্রান্সফরমার চুরি ও মাদক মামলায় তিনি দুইবার গ্রেপ্তার হয়ে কারাভোগও করেছিলেন। তিনি স্থানীয়ভাবে গড়ে তুলেছেন একটি শক্তিশালী অপরাধী চক্র। দিনে দিনে এই চক্রটি হয়ে উঠছে বেপরোয়া।
প্রবাসী সৈয়দ মাহমুদ আলী জানান, গত সোমবার বিকেলে তানু মিয়া চাতলাঘাট এলাকার ৯০ শতাংশ জমির সৃজিত বাগান থেকে ২৫টি গাছ কেটে নেন। গাছ কেটে মাটি দিয়ে গাছের গুঁড়ি ঢেকে দেন তিনি। এর আগে গত ৩ বছরে তানু মিয়া প্রবাসী সৈয়দ মাহমুদ আলীর ও তার আরেক প্রবাসী ভাইয়ের বাগান থেকে জোরপূর্বক ৩৫০টি গাছ কেটে নেন। এ নিয়ে তিনি কুলাউড়া থানায় লিখিত অভিযোগ করলে তদন্তক্রমে অভিযোগের সত্যতা পায় পুলিশ। পরে কুলাউড়া থানায় উপস্থিত হয়ে ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না বলে একটি মুচলেকা দেন তানু মিয়া। তারপরও গত সোমবার তিনি একটি বাগান থেকে ২৫টি গাছ কেটে নিয়েছেন। পরদিন মঙ্গলবার দুপুরে তানু মিয়া আরও ১৫টি গাছ কেটে নেন।
ওই প্রবাসী আরও অভিযোগ করেন, তানু মিয়া শুধু গাছই কাটছেন না, গত কয়েক মাস ধরে তাদের কয়েকটি দোকানঘর তালাবদ্ধ করে নিজের দখলে রেখেছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই তানু মিয়ার নেতৃত্বে সৃষ্ট অপরাধী চক্রের কুকর্মের সত্যতা নিশ্চিত করে বলেন, কেউ মুখ খুললে কিংবা প্রতিবাদ করলে এ চক্রের হাতে শারীরিকভাবে নির্যাতিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এসব অভিযোগ সম্পর্কে জানতে তানু মিয়ার সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। কল রিসিভ করেন তার স্ত্রী। স্বামীর অপরাধ কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় তানু মিয়ার ওপর এ ধরনের একাধিক অভিযোগ আছে ও একাধিক মামলায় তার কারাভোগের সত্যতা নিশ্চিত করেছেন। ওস জানান, গত সোমবার ও মঙ্গলবারের গাছ কাটার আগে অন্য অভিযোগের ভিত্তিতে তানু মিয়া কুলাউড়া থানায় উপস্থিত হয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা দেন। এখন নতুন করে আবারও অপরাধ কার্যক্রম শুরু করেছেন তিনি। বিষয়টি তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান ওসি।
জেএইচ/আরআর-১৬