জুড়ী প্রতিনিধি
মে ২৩, ২০২১
০৭:১০ অপরাহ্ন
আপডেট : মে ২৩, ২০২১
০৭:১০ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার জুড়ীতে টিলা কাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (২৩ মে) উপজেলার গোয়ালবাড়ী খান টিলা নামক গ্রামে টিলা কর্তনের অপরাধে মো. এমাদ খান নামের এক ব্যক্তিকে এ জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (চ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারা মোতাবেক অভিযুক্ত ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ও তা নগদ আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করে জুড়ী থানার এসআই সুহানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান বলেন, অবৈধভাবে টিলা কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এইচআর/আরআর-০৩