বড়লেখা প্রতিনিধি
মে ২৫, ২০২১
০২:০৫ পূর্বাহ্ন
আপডেট : মে ২৫, ২০২১
০২:০৫ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় ১১৩ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (২৩ মে) রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী উত্তর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার কাঠালতলী উত্তর গ্রামের আমিন আলীর ছেলে হাবিবুর রহমান (৩৬) ও অজমির গ্রামের হাসিব আলীর ছেলে সাইফুর রহমান (৩০)।
পুলিশ জানিয়েছে, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী উত্তর গ্রামের হাবিবুর রহমানের বসতঘরে অভিযান চালান। এ সময় হাবিবুর রহমানের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৫ হাজার ৩০০ টাকা এবং সাইফুর রহমানের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস সোমবার (২৪ মে) দুপুরে বলেন, ১১৩ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আটক দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। আগে জেলও খেটেছে তারা। জেল থেকে জামিনে বেরিয়ে তারা পুনরায় ইয়াবার ব্যবসায় জড়িয়ে পড়েছে।
এজে/আরআর-০৫