বড়লেখা প্রতিনিধি
মে ২৫, ২০২১
১১:০০ অপরাহ্ন
আপডেট : মে ২৫, ২০২১
১১:০০ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় ঝড়ে একটি বট গাছ উপড়ে পড়ে চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সড়কের উভয়পাশে প্রায় দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গাছটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
এছাড়া ঝড়ের কারণে উপজেলার বিভিন্ন স্থানে তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এতে গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েন। মঙ্গলবার (২৫ মে) বিকেলে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বড়লেখার উপর দিয়ে ঝড় বইতে শুরু করে। সেই সঙ্গে হালকা বৃষ্টিও শুরু হয়। ঝড়ে চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের বড়লেখা পৌরসভার বারইগ্রাম এলাকায় একটি বড় বট গাছ উপড়ে পড়ে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয়পাশে প্রায় দুই শতাধিক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসিম স্বপন ঘটনাস্থলে যান। পরে তারা বিষয়টি দমকল বাহিনীর লোকজনকে জানান। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সন্ধ্যা সাড়ে ৭টায় সড়ক থেকে গাছটি সরিয়ে নেন। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিকে ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে তার ছিঁড়ে যাওয়ায় উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাতে পৌরসভার কয়েকটি এলাকায় বিদ্যুৎ এলেও মঙ্গলবার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
বড়লেখা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিল আবুল হাসিম স্বপন মঙ্গলবার বিকেলে বলেন, সোমবার ঝড়ে হঠাৎ চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের উপর একটি বড় বট গাছ উপড়ে পড়ে। এতে কেউ আহত হয়নি। তবে সড়কের উভয়পাশে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে তারা এসে স্থানীয়দের সহায়তায় গাছটি সরিয়ে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। এতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে।
তিনি বলেন, সড়কের উভয়পাশে বেশ কয়েকটি গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এগুলো যে কোনো সময় উপড়ে পড়তে পারে।
পল্লী বিদ্যুতের বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এমাজ উদ্দিন সরদার মঙ্গলবার বিকেলে বলেন, ঝড়ে বেশ কয়েকটি স্থানে গাছ পড়ে বিদ্যুতের লাইন ছিঁড়ে গিয়েছিল। এ কারণে রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পল্লী বিদ্যুতের লোকজন ছিঁড়ে যাওয়া লাইনগুলো মেরামত করেছেন। পুরো উপজেলায় এখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।
এজে/আরআর-০৬