কুলাউড়া প্রতিনিধি
মে ২৫, ২০২১
১১:১২ অপরাহ্ন
আপডেট : মে ২৫, ২০২১
১১:১২ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে সুমাইয়া (১৭) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে লংলা আধুনিক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মিশুকচালক আলাউদ্দিনের মেয়ে সুমাইয়া আক্তার সোমবার (২৪ মে) দুপুরে নিজ ঘরে পরিবারের লোকজনের অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে 'আত্মহত্যা' করে।
বিষয়টি নিশ্চিত করে পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান নবাব আলী বাখর খাঁন জানান, পরিবারের সদস্যদের অগোচরে সে গলায় ফাঁস দিয়ে 'আত্মহত্যা' করেছে। পরে তার মা ঘরের ভেতরে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেএইচ/আরআর-০৭