বড়লেখায় গাঁজা বেচাকেনার সময় আটক ২

বড়লেখা প্রতিনিধি


মে ২৬, ২০২১
১১:০৯ অপরাহ্ন


আপডেট : মে ২৬, ২০২১
১১:০৯ অপরাহ্ন



বড়লেখায় গাঁজা বেচাকেনার সময় আটক ২

মৌলভীবাজারের বড়লেখায় গাঁজা বেচাকেনার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চুকারপুঞ্জি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চুকারপুঞ্জি গ্রামের আপ্তাব উদ্দিনের ছেলে আলী আকবর (৪২) ও একই এলাকার মৃত ছমির আহমদের ছেলে তানজিম আহমদ (১৯)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চুকারপুঞ্জি গ্রামের আলী আকবর ও তানজিম আহমদ গাঁজা বেচাকেনা করছেন- এমন খবর পেয়ে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় আলী আকবর ও তানজিম আহমদকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বুধবার (২৬ মে) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এজে/আরআর-০৬