বড়লেখা প্রতিনিধি
মে ২৬, ২০২১
১১:০৯ অপরাহ্ন
আপডেট : মে ২৬, ২০২১
১১:০৯ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় গাঁজা বেচাকেনার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চুকারপুঞ্জি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চুকারপুঞ্জি গ্রামের আপ্তাব উদ্দিনের ছেলে আলী আকবর (৪২) ও একই এলাকার মৃত ছমির আহমদের ছেলে তানজিম আহমদ (১৯)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চুকারপুঞ্জি গ্রামের আলী আকবর ও তানজিম আহমদ গাঁজা বেচাকেনা করছেন- এমন খবর পেয়ে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় আলী আকবর ও তানজিম আহমদকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বুধবার (২৬ মে) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এজে/আরআর-০৬