কমলগঞ্জ প্রতিনিধি
মে ৩১, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : মে ৩১, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন
অসহ্য গরম আর অসহনীয় তাপদাহে পুড়ছে সারা দেশ। দেশজুড়ে চলছে বৃষ্টির জন্য হাহাকার। প্রচণ্ড তাপদাহে হাঁপিয়ে উঠেছে জনজীবন। অনাবৃষ্টির কারণে বর্তমানে বিভিন্ন ফসলাদী, পশু-পাখি ও মানবজীবন হুমকির সম্মুখীন।
এ অবস্থায় বৃষ্টির জন্য রবিবার (৩০ মে) সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সালাতুল ইস্তিস্কা নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
নামাজে ইমামতি করেন মুন্সীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীবাজারের ব্যবসায়ী সিপার আহমেদ তরফদার, নাহিদ আহমদ তরফদার, সৈয়দ রুহুল আমিন, হেলাল আহমেদ তরফদার, গোলাম কিবরিয়া হিমেল, ইব্রাহিম আহমেদ সুমন, হাফিজ মোস্তাক আহমদসহ শত শত মুসল্লী। নামাজ শেষে মোনাজাতে কান্নার রোলে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছিল।
এসডি/আরআর-১২