মৌলভীবাজারে চাঁপাইনবাবগঞ্জফেরত আরও ১৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুন ০৩, ২০২১
০১:৪৯ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৩, ২০২১
০৩:১৪ পূর্বাহ্ন



মৌলভীবাজারে চাঁপাইনবাবগঞ্জফেরত আরও ১৭ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের করোনা ইউনিটে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গতকাল বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের ৭১ জন প্লাস্টিক ফেরিওয়ালা জেলা সদরের বড়কাপন ও গুজারাই এলাকায় অবস্থান করছেন। এই দুই এলাকার পাঁচটি কলোনিতে গিয়ে পাওয়া যায় ৬৯ জনকে। গত সোমবার সকালে এসব এলাকা লকডাউন করে তাদের নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা।

এর আগে গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা শ্রীমঙ্গলের সিন্দুরখান এলাকায় একটি কলোনিতে গিয়ে ৩৪ জনের করোনা পরীক্ষা করালে তাদের মধ্যে ১৪ জনের করোনা শনাক্ত হয়।

তাদের দেওয়া তথ্যমতে, জেলা সদরের বড়কাপন ও গুজারাই এলাকায় তাদের সঙ্গে আসা আরও ৭১ জন অবস্থান করছেন বলে জানা যায়। এ নিয়ে জেলায় চাঁপাইনবাবগঞ্জফেরত ৩১ জনের করোনা শনাক্ত হলো। এছাড়া তাদের সংস্পর্শে আসা স্থানীয় আরও ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।

এ বিষয়ে মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ বলেন, বুধবার চাঁপাইনবাবগঞ্জফেরত ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই মৌলভীবাজার পৌরসভার বড়কাপন এলাকায় থাকেন। এখান থেকে ৬৩ জনের নমুনা নেওয়া হয়েছিল। 

এসএইচ/বিএ-১৩