কমলগঞ্জে হত্যা মামলার আসামির আত্মসমর্পণ

কমলগঞ্জ প্রতিনিধি


জুন ০৬, ২০২১
০৭:১৩ অপরাহ্ন


আপডেট : জুন ০৬, ২০২১
০৭:১৩ অপরাহ্ন



কমলগঞ্জে হত্যা মামলার আসামির আত্মসমর্পণ

মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচিত অটোরিকশাচালক জলিল হত্যা মামলার আসামি ভানুগাছ বাজারের ব্যবসায়ী ও যুবদল নেতা গোলাম রাব্বানী তৈমুর স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন।

রবিবার (৬ জুন) বেলা ২টায় মৌলভীবাজারের চিফ জুডিসিয়াল মাজিস্ট্রেট মো. আলী আহসানের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন তিনি। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ এলাকায় গত ৪ মার্চ রাতে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে সিএনজিচালিত অটোরিকশাচালক ও মুক্তিযোদ্ধাসন্তান জলিল মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছিল। এ ঘটনার নিহতের বড় ভাই বাদী হয়ে কমলগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬/৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী তৈমুরকে হত্যা মামলায় দুই নম্বর আসামি করা হয়েছিল। এর আগে পুলিশ তৈমুরের বড় ভাই কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিত ও আলম হোসেন নামের দুইজনকে গ্রেপ্তার করেছিল।


এসডি/আরআর-০৫