কমলগঞ্জ প্রতিনিধি
জুন ১১, ২০২১
১২:১৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ১১, ২০২১
১২:১৮ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর বাজারে গতকাল বুধবার (৯ জুন) দিনগত গভীর রাতে বিসমিল্লাহ জুয়েলার্স নামের একটি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোর চক্র দোকানের পেছনের কক্ষের দেয়ালসহ স্টিলের দরজা ভেঙে দোকানে প্রবেশ করে প্রায় ৩৫ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।
দোকানের মালিক আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার (১০ জুন) সকালে তার ভাড়াটে হেমু কানু নিজের ফার্মে যাওয়ার সময় দেখেন বিসমিল্লাহ জুয়েলার্স এর সামনের গ্রিল খোলা এবং তালাগুলো নিচে পড়ে আছে ও দোকানের পেছনের স্টিলের দরজা ভাঙা। তখন তিনি মতিনকে ডাক দিয়ে কোনো সাড়া না পেয়ে মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানুকে ডেকে আনেন।
আব্দুল মতিন আরও জানান, তার লকারে প্রায় ৩৫ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ছিল।
দোকানের কর্মচারী রিংকু দাস জানান, গত মঙ্গলবার (৮ মে) দোকানের মালিক আব্দুল মতিন তার বাবার অসুস্থতার খবর পেয়ে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ঘুষকান্তা গ্রামে চলে যান।
ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ধর্ষ চুরির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসডি/আরআর-০৭