বড়লেখায় শিক্ষক হত্যা : আরেক আসামি গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি


জুন ১৪, ২০২১
১২:৪০ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২১
১২:৪০ পূর্বাহ্ন



বড়লেখায় শিক্ষক হত্যা : আরেক আসামি গ্রেপ্তার
ভাতিজার তিনদিনের রিমান্ড মঞ্জুর

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আপ্তাব উদ্দিন হত্যার ঘটনায় জড়িত আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১২ জুন) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে রবিবার আপ্তাব উদ্দিন হত্যা মামলার আসামি তার ভাতিজা সাব্বির আহমদের তিনদিনের মঞ্জুর করেছেন আদালত। 

মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলী রবিবার বিকেলে বলেন, আপ্তাব উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত অজ্ঞাত আসামি জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া গ্রেপ্তার আরেক আসামি সাব্বিরকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামের মৃত আকমল আলীর ছেলে আপ্তাব উদ্দিনের সঙ্গে ভাতিজা সাব্বির আহমদ ও ভাগ্নে রিপন আহমদ গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হলেও প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত। গত ১৬ মে বাড়ির পাশের জমিতে মাছ ধরা নিয়ে আপ্তাব উদ্দিনের সঙ্গে ভাতিজা সাব্বির আহমদ ও ভাগ্নে রিপন আহমদ গংদের ঝগড়া হয়। একপর্যায়ে তারা দা ও লাঠিসোঁটা নিয়ে আপ্তাব উদ্দিনের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৭ মে ভোরে তিনি মারা যান। এ ঘটনায় নিহত শিক্ষক আপ্তাব উদ্দিনের ছেলে তানভীর আহমদ থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ভাতিজা সাব্বির আহমদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। পরে এ ঘটনায় গত ৯ জুন নিহত শিক্ষক আপ্তাব উদ্দিনের ছোটভাই রাজনগর আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত আপ্তাব উদ্দিনের পরিবারের অভিযোগ, শাহীদুল ইসলামের নির্দেশে বড়ভাই আপ্তাবকে উদ্দিনকে হত্যা করা হয়েছে।


এজে/আরআর-০৭