বড়লেখা প্রতিনিধি
জুন ১৪, ২০২১
০১:০১ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৪, ২০২১
০১:০১ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোয়েব আহমদ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ জুন) বিকেলে উপজেলার দক্ষিণভাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোয়েব জুড়ী উপজেলার পূর্ব বটুলী গ্রামের শফিকুর রহমানের ছেলে। তিনি কুলাউড়া পৌর এলাকায় শ্বশুর খোকন আহমদের বাসায় থেকে মাদকের ব্যবসা করেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নির্দেশনায় থানার এসএসআই আতাউর রহমান ও এসএসআই পিযুষ কান্তি দাস রবিবার বিকেলে উপজেলার দক্ষিণভাগ বালিকা উচ্চবিদ্যালয়র সংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোয়েব আহমদকে আটক করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ৫০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
এজে/আরআর-১০