মাগুরছড়ার ক্ষতিপূরণ আদায়ের দাবিতে মানববন্ধন

কমলগঞ্জ প্রতিনিধি


জুন ১৫, ২০২১
০১:১২ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২১
০১:১২ পূর্বাহ্ন



মাগুরছড়ার ক্ষতিপূরণ আদায়ের দাবিতে মানববন্ধন

জাতীয় সম্পদ রক্ষা ও মাগুরছড়া গ্যাস বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে সোমবার (১৪ জুন) দুপুরে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়া গ্যাসকুপের সম্মুখে স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবাদী সংগঠন পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আধা ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির সিলেট বিভাগীয় কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মইনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোনায়েম খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মার্কিন কোম্পানি অক্সিডেন্টালের খামখেয়ালিপনার কারণে ১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাতে মাগুরছড়া গ্যাস কূপে বিস্ফোরণ হয়। তখন আগুনে পুড়ে যায় গ্যাস, চা-বাগান, বনাঞ্চল, রেলপথ, সড়কপথসহ আশপাশের ঘড়-বাড়ি। মারাত্মক ক্ষতি হয় পরিবেশের। কিন্তু আজও ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হয়নি।

বক্তারা আরও বলেন, কমলগঞ্জের মাগুরছড়া গ্যাস কূপে বিস্ফোরণের ২৪ বছর পূর্তি হলেও এখনও বন, পরিবেশ, প্রকৃতির কোনো ক্ষতিপূরণ দেয়নি মার্কিন বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি অক্সিডেন্টাল, ইউনিকল বা শেভরন। বন, পরিবেশ, জীববৈচিত্র্য, রেলপথ ও সড়কপথের ক্ষতিপূরণে আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। 

অবিলম্বে আন্তর্জাতিক আদালতে মামলা করে ক্ষতিপূরণ আদায় করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।


এসডি/আরআর-১১