রাজনগরে দুই গরু চোর আটক

রাজনগর প্রতিনিধি


জুন ১৫, ২০২১
০৬:২৬ অপরাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২১
০৬:২৬ অপরাহ্ন



রাজনগরে দুই গরু চোর আটক

মৌলভীবাজারের রাজনগরে দুই গরু চোরকে আটক করেছে পুলিশ। এ সময় দু'টি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে রাজনগর থানায় মামলা দায়ের করেছেন।

আটককৃতরা হলেন- উপজেলার মনসুরনগর ইউনিয়নের হাড়িয়ারাঐ গ্রামের মক্কু মিয়ার ছেলে জামাল মিয়া (১৮) ও একই গ্রামের রহিম মিয়ার ছেলে জগলু মিয়া (২০)।

পুলিশ জানায়, রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের হাড়িয়ারাঐ গ্রামের রহমত আলীর স্ত্রী ছুরতুন বেগমের গৃহপালিত গরু সোমবার (১৪ জুন) দিবাগৎ রাত ৩টার দিকে চুরি করেন একই গ্রামের জামাল মিয়া ও জগলু মিয়া। মধ্যরাতে তারা গরু নিয়ে মৌলভীবাজারে যাওয়ার সময় কুলাউড়া-মৌলভীবাজার সড়কের চাটুরা এলাকায় এসআই রবিউল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তাদের গতিরোধ করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশকে তারা অসংলগ্ন উত্তর দেয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যকে বিষয়টি জানালে তারা ওই দু'জনকে আটক করার অনুরোধ জানান। খবর পেয়ে গরুর মালিক মঙ্গলবার (১৫ জুন) সকালে থানায় গিয়ে আটককৃত দুইজনকে আসামি করে মামলা করেন।

রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হোসেন বলেন, রাত ৩টায় তাদের গরু নিয়ে যেতে দেখে সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন কথাবার্তা বলে। এরপর চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে আলাপ করলে তারা চোরদের আটক করে রাখতে বলেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।


এফএইচ/আরআর-০২