ভারতে কমেছে সংক্রমণ, বেড়েছে মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


জুন ১৯, ২০২১
০১:৪০ অপরাহ্ন


আপডেট : জুন ১৯, ২০২১
০১:৪০ অপরাহ্ন



ভারতে কমেছে সংক্রমণ, বেড়েছে মৃত্যু

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারতে ফের বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কমেছে নতুন সংক্রমিত রোগী।

এছাড়া প্রায় আড়াই মাস পর ভারতে সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ৭ লাখের কাছাকাছি।

শনিবার (১৯ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন মানুষ।

অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে দেড় হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ৫৪৬ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে ৬০ জন বেশি মারা গেছেন।

মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ১৩৭ জন।

এদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে আসার পাশাপাশি ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ৭ লাখের ঘরে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ৪৮ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭ লাখ ৬০ হাজার ১৯ জন।

পরিসংখ্যান বলছে, ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এখন শেষের পথে। কিন্তু চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউ। ভারতে যে করোনার তৃতীয় ঢেউ অনিবার্য, তা অবশ্য আগেই সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আর এবার আশঙ্কার কথা শুনিয়েছেন ভারতের রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এইমস) প্রধান রণদীপ গুলেরিয়া।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী ছয়-আট সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউ ভারতে আঘাত হানতে পারে।

এছাড়া বর্তমানে দেশটির প্রায় সর্বত্র লকডাউনসহ নানা বিধিনিষেধ জারি রয়েছে। এগুলো তুলে নেওয়া হলেই ফের চোখ রাঙাতে পারে করোনা।

বি এন-০১