প্রধানমন্ত্রীকে সাতকরার তরকারী খেতে নিমন্ত্রণ!

শ্রীমঙ্গল প্রতিনিধি


জুন ২০, ২০২১
০৫:১২ অপরাহ্ন


আপডেট : জুন ২০, ২০২১
০৫:১৪ অপরাহ্ন



প্রধানমন্ত্রীকে সাতকরার তরকারী খেতে নিমন্ত্রণ!

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে শ্রীমঙ্গলে ভিডিও  কনফারেন্সের মাধ্যমেে১শ ৫৮ টি ঘর হস্তান্তর করা হয়েছে।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী যখন দরিদ্রদের ঘরের মালিকানা হস্তান্তর অনুষ্ঠানে সংযুক্ত হন তখন তিনি উপকারভোগীদের সাথে সরাসরি কথা বলতে আগ্রহ প্রকাশ করেন।

সঞ্চালক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এসময় উপকারভোগীদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের বীরঙ্গনা শীলাগুহকে কথা বলার আহবান জানান।

এরপর বীরাঙ্গনা শীলাগুহ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুক্তিযুদ্ধে তার জীবনের করুন কাহিনী তুলে ধরে বলেন ঘর পাওয়ার আগে পথের ভিখেরি ছিলাম। রেল ষ্টেশনে ঘুমাতে হতো। পথের ভিখেরি থেকে এখন আমি লাখপতি হয়েছি।

এসময় আবেগপ্রবণ হওয়া প্রধানমন্ত্রীকে চোখ মুছতে দেখা যায়। শীলাগুহ আশ্রায়ণ প্রকল্পে পাওয়া বাড়িতে প্রধানমন্ত্রীকে সিলেটের ঐতিহ্য ’সাতকরা’ তরকারীর খাবার গ্রহনের নিমন্ত্রণ জানালে প্রধানমন্ত্রী সময় ও সুযোগ পেলে নিমন্ত্রণ রক্ষার প্রতিশ্রুতির কথা জানান।

জি কে/বি এন-১১