জুড়ীতে প্রথম নারী ইউএনও সোনিয়া সুলতানা

জুড়ী প্রতিনিধি


জুন ২২, ২০২১
০২:০৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ২২, ২০২১
০২:১০ পূর্বাহ্ন



জুড়ীতে প্রথম নারী ইউএনও সোনিয়া সুলতানা

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রথম নারী ইউএনও'র দায়িত্ব নিলেন সোনিয়া সুলতানা। সোমবার (২১জুন) বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম নবাগত উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার  নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

সোনিয়া সুলতানা‌ জুড়ীতে যোগদানের পূর্বে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৩১তম বিসিএস ক্যাডার হিসেবে চাকুরীতে যোগদান করেন। 

দায়িত্ব গ্রহণকালে তিনি জুড়ী উপজেলার সকল জনপ্রতিনিধি, সাধারণ জনগণ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার  আল- ইমরান রুহুল ইসলাম সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়িত হওয়ায় তিনি আজ নতুন ইউএনও'র নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

এইচআর/আরসি-০২